জাতীয় পতাকা অবমাননা, চট্টগ্রামে দুই যুবক গ্রেফতার

0
74


চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাজেশ চৌধুরী (২৮) ও হৃদয় দাশ (২৫) নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় নগরীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।

গ্রেফতার রাজেশ নগরীর কোতোয়ালী থানার আলকরণ দোভাষ কলোনির ৪ নম্বর গলির মৃত শ্যামল চৌধুরীর ছেলে ও হৃদয় দাশ একই এলাকার অমল দাশের ছেলে। দুই যুবকের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ।

পুলিশ জানিয়েছে, শুক্রবার (২৫ অক্টোবর) ৮ দফা দাবিতে নগরীর লালদীঘি মাঠে সমাবেশ করে সনাতন সম্প্রদায়। ওই সমাবেশ থেকে সনাতনীদের দাবি আদায়ের জন্য ঢাকা অভিমুখে লংমার্চের ঘোষণা দেওয়া হয়।

সমাবেশ শেষে লোকজন মিছিল সহকারে চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভ শীর্ষে থাকা জাতীয় পতাকার ওপর গেরুয়া পতাকা উড়ানো হয়। বাংলাদেশের জাতীয় পতাকার ওপর গেরুয়া রংয়ের পতাকা উড়ানোর ঘটনা সামাজিকযোগাযোগ মাধ্যমে সমালোচনা হয়।

কোতোয়ালী থানার ওসি মুহাম্মদ ফজলুল কাদের চৌধুরী বলেন, ‘নিউ মার্কেট এলাকায় জাতীয় পতাকা অবমাননার দায়ে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এমডিআইএইচ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।