ইরফান সেলিমের বিরুদ্ধে তদন্তে কেউ প্রভাব খাটাতে পারবে না; ডিএমপি

0
9
ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম

সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে কাউন্সিলর ইরফান সেলিমের ঘটনায় প্রভাবমুক্ত হয়ে দ্রুত অভিযোগপত্র দেয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।

দুপুরে ভিক্টিম সাপোর্ট সেন্টারের হটলাইন উদ্বোধন শেষে তিনি এই কথা জানান। তিনি বলেন নারী নির্যাতন রোধে কঠোর আইন করলেও নির্যাতন কমেনি। তবে দ্রুত পরিস্থিতির উন্নতি না হলেও ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তবে এই মূহুর্তে প্রতি থানায় নারী কর্মকর্তা দেয়ার মত অবস্থা নেই বলে জানান ডিএমপি কমিশনার। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে তাই আগামীতে সব থানায় নারী কর্মকর্তা দেয়া সম্ভব হবে বলে তিনি জানান।