ঝিনাইদহের কোটচাদপুর উপজেলার সাব্দালপুর স্টেশনে মালবাহী দুটি ট্রেনের সংঘর্ষ

0
6

ঝিনাইদহের কোটচাদপুর উপজেলার সাব্দালপুর স্টেশনে মালবাহী দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে । এতে তিনটি বগি লাইন চ্যুত হওয়ায় খুলনার সাথে সারাদেশের ট্রেন যােগাযােগ বন্ধ রয়েছে । মঙ্গলবার রাত পৌনে দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে ।

সাব্দালপুর স্টেশন মাস্টার গােলাম মােস্তফা জানান , দর্শনা থেকে নােয়াপাড়াগামী মালবাহী একটি ট্রেন ১ নম্বর লাইনে ছিল ।খুলনা থেকে পার্বতীপুরগামী তেলবাহী আরেকটি ট্রেন সিগন্যাল ছাড়াই ১ নম্বর লাইনে ঢুকে পড়ে । এতে দুটি ট্রেনের মুখােমুখি সংঘর্ষ হয় ।

সংঘর্ষে তেলবাহী ট্রেনের তিনটি ট্যাংক বিস্ফোরিত হয় । ট্যাংকের সব তেল পড়ে যায় । তিনি আরও জানান , ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু হয়েছে । থেকে তিন ঘণ্টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে ।