রাজবাড়ীতে অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন

0
3


রাজবাড়ীর পাংশায় অস্ত্র মামলায় আলম মন্ডল (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে অপর এক ধারায় তাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে রাজবাড়ীর বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক ও জেলা ও দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভীন এ রায় দেন। এসময় আসামি অনুপস্থিতি ছিলেন।

দণ্ডিত আলম মন্ডল পাংশা উপজেলার পালেরডাঙ্গী গ্রামের রমজান মণ্ডলের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী উজির আলী জানায়, ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর পাংশা উপজেলার পালেরডাঙ্গী গ্রামে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড কাতুর্জসহ আলম মণ্ডলকে গ্রেফতার করে পাংশা থানা পুলিশ। পরে পাংশা থানায় অস্ত্র মামলা হয়। মামলার দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।

রুবেলুর রহমান/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।