টেকনাফের গহিন পাহাড়ে অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

0
3


কক্সবাজারের টেকনাফের গহিন পাহাড়ে ডাকাতদলের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার হ্নীলা রঙ্গীখালী গহিন পাহাড় থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সশস্ত্র ডাকাত দলের আস্তানায় চিরুনি অভিযান পরিচালনা করে বিজিবি। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যান।

এ সময় ডাকাত দলের লুকিয়ে রাখা একটি বিদেশি রিভলভার, ২১ রাউন্ড গুলি, একটি একনলা গাদা বন্দুক (লং ব্যারেল), বন্দুকের ছড়া গুলি ৩ রাউন্ড ও খোসা পাঁচটি, এক এলজি, পিস্তল ওয়ান শুটার একটি, রাইফেলের গুলি১৪ রাউন্ড, ক্রিচ (লং বডি) একটি, দুটি রামদা (লং বডি) জব্দ করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার মালিকবিহীন অস্ত্র ও গুলি টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা দেওয়া হয়েছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।

জাহাঙ্গীর আলম/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।