কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ক্যাম্প থেকে ৯০১ জন রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশে রওনা হয়েছেন। তার মধ্যে ভাসানচর থেকে বেড়াতে আসা ৩৯৫ জন রয়েছেন।
সোমবার (২৮ অক্টোবর) রাত ১১টায় উখিয়ার ডিগ্রি কলেজ মাঠ থেকে নিরাপত্তার মধ্যে তাদেরকে ভাসানচরে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের জেলা পুলিশ সুপার মুহাম্মদ (এসপি) রহমত উল্লাহ।
পুলিশ সুপার বলেন, উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে ২৫তম ধাপে ভাসানচরের উদ্দেশে যাওয়া রোহিঙ্গাদের প্রথমে উখিয়া ডিগ্রি কলেজ মাঠে নিয়ে আসা হয়। তার মধ্যে নতুন ছিলেন ৫০৬ জন ও ভাসানচর থেকে আত্মীয়-স্বজনের কাছে বেড়াতে আসা ৩৯৫ জন। সব মিলিয়ে ৯০১ জন রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, চট্টগ্রামে পৌঁছানোর পর চট্টগ্রাম থেকে নৌবাহিনীর জাহাজে তুলে তাদের ভাসানচর আশ্রয়শিবিরে স্থানান্তর করা হবে।
এফএ/জেআইএম