রাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মাসুদ, সম্পাদক পরমা

0
1


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্র ইউনিয়নের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের মাসুদ কিবরিয়াকে সভাপতি ও চারুকলা অনুষদের শিক্ষার্থী পরমা মোস্তফাকে সাধারণ সম্পাদক করা হয়।

শনিবার (২৬ অক্টোবর) সকালে ছাত্র ইউনিয়ন রাবি সংসদের ৩২তম কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়ন রাবি সংসদের সদ্য সাবেক সভাপতি শাকিলা খাতুন।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মেহেদি হাসান, সহ-সাধারণ সম্পাদক মুক্তাদির করিম কুয়াশা, সাংগঠনিক সম্পাদক তাওসিফ ইসলাম, কোষাধ্যক্ষ মেহের, দপ্তর সম্পাদক মুন হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক লাবিব হক, সদস্য শাকিলা খাতুন, মিনহাজ হাবিব ও গোলাম মোস্তফা।

এছাড়া চারটি সদস্যপদ শূন্য যা পরবর্তীতে কাজের মধ্য দিয়ে যোগ্যতার ভিত্তিতে পূরণ করা হবে।

মনির হোসেন মাহিন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।