এতদিন যারা মামলাসহ নানাভাবে হয়রানি করেছেন তাদের বিরুদ্ধে পাল্টা কোনো মামলা করবেন না বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক। দীর্ঘদিন পর দেশে ফিরে শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে গণমাধ্যমের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি।
সাবেক এ শিক্ষামন্ত্রী অভিযোগ করেন, যুদ্ধাপরাধের অভিযোগ এনে তাকে নানাভাবে নাজেহাল করেছে আওয়ামী লীগ সরকার।
তিনি বলেন, যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত থাকার বিষয়ে কেউ প্রমাণ করতে পারবে না। দলকে নেতৃত্বশূন্য করতেই আমার বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছিল।
দেশে সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে এমন প্রত্যাশা ব্যক্ত করে ওসমান ফারুক বলেন, অন্তর্বর্তী সরকারের সাফল্যের ওপর নির্ভর করবে জাতির সাফল্য।
বিদেশে থাকা অবস্থায় রাজনীতি থেকে কিছুটা দূরে থাকলেও জিয়া পরিবারের ওপর বিশ্বাস রেখে আগামীতে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত থাকার কথাও বলেন তিনি।
কেএইচ/কেএসআর/এএসএম