উদ্বোধনের অপেক্ষায় ময়মনসিংহে স্থাপিত দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ প্রকল্প

0
4

উদ্বোধনের অপেক্ষায় ময়মনসিংহে স্থাপিত দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ প্রকল্প । ব্রহ্মপুত্র নদের তীরে সুতিয়াখালিতে ৫০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজ শেষ হয়েছে । সংশ্লিষ্টরা জানান , এ মাসেই এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । উৎপাদন শুরু হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে আরাে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ ।

সরকারের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অংশ হিসেবে পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ময়মনসিংহের সুতিয়াখালির চরাঞ্চলে সুতিয়াখালি ৫০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন প্রকল্প হাতে নেয়া হয় । এ প্রকল্প বাস্তবায়ন করছে এইচডিএফসি সিনপাওয়ার লিমিটেড নামে বেসরকারি এক কোম্পানী ।

এ প্রকল্পের অবােকাঠামাের কাজ এরইমধ্যে শেষ হয়েছে । প্রকল্প পরিচালক জানান , সােলার প্লেট বসানাের পাশাপাশি ১৩২ কেভিএ ট্রান্সমিশন টাওয়ার নির্মাণ ও সঞ্চালন লাইন স্থাপনও শেষ । উৎপাদন শুরু হলে জাতীয় গ্রিডে ? যুক্ত হবে আরাে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ । ইন্দ্রজিৎ দেবনাথ , প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী পিডিবি ।

সংশ্লিষ্টরা জানান , চলতি মাসেই এ বিদ্যুৎ কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার । গ্রুপ ক্যাপ্টেন ( অব . ) শেখ মাে . শফিকুল ইসলাম পিএসসি , পরিচালক , এইচডিএফসি সিনপাওয়ার লি .।

২০১৮ সালের নভেম্বরে ১৭৪ একর জমির উপর প্রায় ৮০০ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক প্রযুক্তির এই সৌরবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।