মৌলভীবাজার শহরের চৌহমুনা চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে

0
12

‘আর নয় প্রতিবাদ
এবার হোক প্রতিহত’

নোয়াখালির বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও শ্লীলতাহানীর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে জাহিলিয়্যাতকে হার মানানো ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে ও ধর্ষকদের শাস্তির চুড়ান্ত আইন বাস্তবায়ন করার দাবিতে #সাধারণ_শিক্ষার্থী_মৌলভীবাজারের আয়োজনে #আগামী_বুধবার_৭_অক্টোবর_সকাল_১১টায় “মৌলভীবাজার শহরের চৌহমুনা চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।”

উক্ত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত থেকে সফল ও স্বার্থক করে তুলুন।