গাইবান্ধায় ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ভুক্তভোগীর পরিবার জানায়, বৃহস্পতিবার গাইবান্ধার সদর উপজেলায় ১৪ বছরের কিশোরীকে নিজ ঘরে ডেকে নেয় প্রতিবেশী সাইফুল। এ সময় নূর নামে আরো এক যুবক সহ দুজনে জোরপূর্বক মেয়েটিঈএ ধর্ষণ করে। পরে মেয়েটিকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে সদর থানায় একটি মামালা করলে প্রধান অভিযুক্ত সাইফুরকে গ্রেফতার করে পুলিশ।
এদিকে সাভারের আশুলিয়ায় চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী মিজানুর রহমানের বিরুদ্ধে।
স্বজনরা জানান, গার্মেন্টস শ্রমিক মা-বাবা অফিসে থাকায় কৌশলে ঘরে ঢুকে মেয়েটিকে ধর্ষণ করে সে। এসময় তার চিৎকারে ঘটনাস্থল থেকে মিজানুরকে আটক করে পুলিশে সোপর্দ করেন প্রতিবেশীরা।
এছাড়া গত ৪ দিনে সাভার ও আশুলিয়ায় আলাদা ঘটনায় দুই নারী ও এক শিশু ধর্ষণের ঘটনায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।