সমালােচনাকে পাশে রেখে নিজেকে সফল সংগঠক দাবি বাফুফে সভাপতির

0
7

সফল ফুটবলার কাজী সালাউদ্দিন । কিন্তু সংগঠক হিসেবে তিনি কতােটা সফল ? নানান মহলে বাফুফে সভাপতির ১২ বছরের খতিয়ান নিয়ে হচ্ছে নানান আলােচনা – সমালােচনা । সমালােচনাকে পাশে রেখে নিজেকে সফল সংগঠক দাবি বাফুফে সভাপতির ।

একান্ত আলাপচারিতায় ফুটবলের নানান বিষয়ে কথা বলেছেন কাজী সালাউদ্দিন । বাকিটা জানাচ্ছেন মাহফুজুল ইসলাম । ৭১ এ স্বাধীন বাংলা ফুটবল দলের তূর্য । এরপর খেলােয়াড়ী জীবনে সালাউদ্দিন নামের তুমুল জনপ্রিয়তা । কোচ হিসেবেও আছে বেশ কিছু সাফল্য ।

 

কিন্তু প্রশ্ন হলাে সংগঠক কিংবা বাফুফে সভাপতি হিসেবে কতােটা সফল কাজী সালাউদ্দিন । পেশাদার লিগের সর্বোচ্চ স্তর ও চ্যাম্পিয়নশিপ লিগের খেলা মাঠে রাখাটাকে নিজের বড় সফলতা হিসেবে বরাবরই দেখান বাফুফে বস ।

কিন্তু নিচের সারির লিগগুলাে নিয়মিত না হওয়ার যুক্তি কি ? কারণ হিসেবে মাঠ সংকটের পুরনাে কথা নতুন করে শােনালেন কাজী সালাউদ্দিন ১২ বছরের এই সময়ে সরকারের কাছ থেকে কি চাওয়া হয়েছে কোনাে মাঠ ?

আগের তিন নির্বাচনের সঙ্গে এবারের নির্বাচনের পার্থক্য খুঁজতে চান না কাজী সালাউদ্দিন ।