ধর্ষণের অভিযোগে এবার গ্রেফতার হয়েছে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ আল সাহাবা’কে। তার বিরুদ্ধে মামলা করেছেন ২২ বছর বয়সী এক তরুণী।
এছাড়া ধর্ষণে সহায়তা করার অভিযোগে আরো এক নারীকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপালগঞ্জের কাশিয়ানির ছেলে সবুজ আল সাহাবার বিরুদ্ধে ভুক্তভোগী তরুণী নিজেই বাদী হয়ে মামলাটি দায়ের করে। ধর্ষণের শিকার তরুণী তার অভিযোগে জানায়, আগে থেকেই সবুজের পরিচিত ছিল সে।
গত ২৮ সেপ্টেম্বর তাকে নিয়ে পূর্ব পরিচিত ফাতেমার বাসায় বেড়াতে যায় সবুজ। পরে ফাতেমার সহযোগিতায় তরুণীকে ধর্ষণ করে সবুজ।
ভুক্তভোগী নারী ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত দুই আসামীকে আদালতে পাঠানো হয়েছে। তবে গণমাধ্যমকে এখনই কোনো বক্তব্য দিতে রাজি হয় নি পুলিশ।