শুরু হয়েছে সুন্দরবনের মধু সংগ্রহের মৌসুম। এপ্রিলের প্রথম দিন থেকে মধু সংগ্রহ মৌসুম শুরু হয়েছে। সাতক্ষীরার মৌয়ালরা দলে দলে প্রস্তুতি নিচ্ছেন সুন্দরবনের মধু সংগ্রহে। কিন্তু মৌয়ালদের অভিযোগ, বনে প্রবেশে অনুমতিপত্রের দরকার। দালাল ছাড়া মেলে না এই অনুমতিপত্র।
এসব বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তার বক্তব্য জানতে গেলে তিনি ক্যামেরায় কথা বলতে রাজি হননি। জানিয়েছেন, দালালদের দৌরাত্ম বন্ধে সচেষ্ট তারা।
সাতক্ষীরা রেঞ্জ থেকে এ বছর ১১৫ মেট্রিক টন মধু এবং ৭ মেট্রিক টন মোম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বন বিভাগ। বনজীবীদের অভিযোগ, জীবনের ঝুঁকি নিয়ে এই লক্ষ্যমাত্রা পূরণ করতে গিয়েই দালাল চক্রের কাছে হারাতে হচ্ছে বাড়তি টাকা। এর বড় অংশ বন কর্মকর্তাদের পকেটে যাচ্ছে।
/এমএন