এখনো কমেনি চালের দাম, পর্যাপ্ত থাকায় দাম বৃদ্ধির কোন কারণ নেই বলেছে সরকার ।

0
6

দেশের বাজারে চালের দাম এখনাে কমেনি । যদিও সরকার বলছে , পর্যাপ্ত মজুদ থাকায় দাম বৃদ্ধির কোন কারন নেই । এক সপ্তাহের ব্যবধানে দেশের বিভিন্ন বাজারে সব ধরণের চালের দাম ২ থেকে ৩ টাকা করে বেড়ে যায় ।

গেল দুদিনে এই দাম বৃদ্ধি গণমাধ্যমে শিরােনাম হয় । তবে সহসা দাম কমার ইঙ্গিত নেই ব্যবসায়ীদের । দাম বৃদ্ধির জন্য পাইকারি চাল ব্যবসায়ীরা মিল মালিকদের দোষছেন । বলছেন , কৃত্রিম সংকট দেখিয়ে বাড়ানাে হয়েছে মূল্য ।