আইফেল টাওয়ার উড়িয়ে দেয়ার হুমকি; নেয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা

0
6

ফ্রান্সের প্যারিসের আইফেল টাওয়ার উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে। বুধবার স্থানীয় সময় সকালে অজ্ঞাতনামা একটি টেলিফোন থেকে পুলিশের কাছে এই খবর আসে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, এ সময় টেলিফোনকারী আল্লাহু আকবার বলে চিৎকার করছিলেন। টেলিফোনে হুমকি প্রদানের পরপরই পুরো আইফেল টাওয়ার ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ঘন্টা দুয়েকের জন্য আইফেল টাওয়ারে সর্বসাধারাণের প্রবেশ নিষিদ্ধ করা হয়।

কে বা কারা টেলিফোন করেছেন এটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। টেলিফোনে বোমা মেরে আইফেল টাওয়ার উড়িয়ে দেয়ার ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে কিছুটা ভয় আর শঙ্কা কাজ করছে।

গেল কয়েক বছরে ফ্রান্সে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আর তাই আইফেল টাওয়ারের এই উড়ো টেলিফোন সাধারণ মানুষকে ফেলে দিয়েছে কিছুটা ভয় আর শঙ্কার মধ্যে।

যদিও পুলিশ বলছে খুব দ্রুত তদন্তের মাধ্যমে কে বা কারা টেলিফোন করেছেন সেটি তারা বের করতে সক্ষম হবেন।