আবরার ফাহাদ হত্যা মামলার ২৫ আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

0
8
আবরার ফাহাদ হত্যা মামলার অভিযুক্ত ২৫ আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার অভিযুক্ত ২৫ আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। আদালতে তোলা হবে গ্রেফতার ২২ আসামীকে।

দ্রুত বিচার ট্রাইবুনাল-১ এর বিচারক মোহাম্মদ কামরুজ্জামান এর আদালতে আবরার হত্যা মামলার ২৫ আসামীর বিরুদ্ধে আজ দ্বিতীয় দিনের অভিযোগ গঠনের শুনানি হবে।

বুয়েটের শেরে বাংলা হলে গত বছরের ৬ অক্টোবর দিবাগত রাতে নৃশংস ভাবে হত্যা করা হয় তড়িৎ ও ইলেক্ট্রনিক্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে। এ ঘটনায় আবরারের বাবা চক বাজার থানায় মামলা করেন। ২৫ আসামীর বিরুদ্ধে গত ১৩ নভেম্বর আদালতে চার্জশিট দেয় পুলিশ।

চলতি বছরের ২৫ জানুয়ারি আদালত চার্জশিট গ্রহণ অরেন। আবরারের পরিবারের আবেদনে সাড়া দিয়ে ১২ এপ্রিল মামলাটি দ্রুত বিচার ট্রাইবুনালে স্থানান্তর করে সরকার। ইতিমধ্যে মামলাটি পরিচালনার জন্য তিন জন প্রসিকিউটর নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়।

মামলার অভিযোগপত্রে বলা হয় আসামীরা পরস্পর যৌথ যোগসাজশে ক্রিকেট স্ট্যাম্প, চাপাতি আর মোটা দড়ি দিয়ে আবরারকে নির্মম ভাবে নির্যাতন করে হত্যা করে।


আরো পড়ুনঃ ৩ হাজার ৬’শ কোটি টাকা লোপাট করা পিকে হালদার দেশে ফিরতে চান | PK Haldar

আমাদের ফেইসবুক পেইজঃ আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari