ইরানের সঙ্গে ‘দীর্ঘস্থায়ী’ যুদ্ধের সতর্কতা ইসরায়েলি সেনাপ্রধানের

0
3


ইরানের সঙ্গে ‘দীর্ঘস্থায়ী’ যুদ্ধের সতর্কবাণী দিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির। তিনি বলেছেন, তার দেশের ইরানের বিরুদ্ধে ‘দীর্ঘস্থায়ী অভিযানের জন্য প্রস্তুত’।

শুক্রবার (২০ জুন) এক ভিডিও বার্তায় এই সতর্কবাণী দেন তিনি।

ইয়াল জামির বলেন, ‘আমরা আমাদের ইতিহাসের সবচেয়ে জটিল অভিযান শুরু করেছি। ইরান আমাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠেছে। এই হুমকি দূর করতে আমাদের অবশ্যই দীর্ঘ অভিযানের জন্য প্রস্তুত থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘অভিযান এখনো শেষ হয়নি। যদিও আমরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছি, তবুও সামনে কঠিন দিন অপেক্ষা করছে।’

গত ১৩ জুন ভোরে ইরানের বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। এ অভিযানের কোডনাম ছিল অপারেশন রাইজিং লায়ন। তাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের আবাসিক ভবন।

ইসরায়েলের হামলার পর ইরানও প্রতিরক্ষা হিসেবে ইসরায়েলে হামলা চালায়। তাদের অভিযানের নাম ট্র প্রমিজ থ্রি। অষ্টম দিনে গড়িয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত। সংঘাতে এখন পর্যন্ত দুই দেশেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।