বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিএনপিই বিতাড়িত করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, খালেদা জিয়ার রাজনীতি নিয়ে বিএনপির মাথাব্যথা আছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ৩২ নম্বরে মহিলা লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এমন মন্তব্য করেন ওবায়দুল কাদের।
আদালত যদি খালেদা জিয়াকে রাজনীতি করার সুযোগ দেয়, আওয়ামী লীগের সমস্যা নেই বলেও জানান ওবায়দুল কাদের। বলেন, বিএনপির হৃদয়ে পাকিস্তান, শুধু মুখেই বাংলাদেশ।
এসজেড/