ইংলিশ প্রিমিয়ার লিগে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় লড়বে লিভারপুল-বোর্নমাউথ। জয় তুলে টেবিলে শেষ চারের অবস্থান শক্ত করতে চায় অলরেডরা। আরেক ম্যাচে শীর্ষে থাকা আর্সেনালের সাথে পয়েন্ট ব্যবধান কমাতে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি।
চলতি আসরে শুরুটা মোটেও ভালো ছিল না লিভারপুলের। ব্যর্থতার বৃত্তে আটকে কয়েক রাউন্ড আগ পর্যন্ত ১০ নম্বরে অবস্থান ছিল তাদের। তবে দ্রুতই অবস্থার উন্নতি করছে অলরেডরা। পরিকল্পিত কৌশলে শেষ ৫ ম্যাচে একটিতে হার অলরেডদের। শিরোপার রেসে পিছিয়ে পড়লেও শেষ চারে থেকে লিগ শেষ করার লক্ষ্য ইয়্যুর্গেন ক্লপ শিষ্যদের।
প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে লড়বে ক্রিস্টাল প্যালেস। শেষ ৫ ম্যাচে হারের মুখ দেখেনি সিটিজেনরা। ৩ জয়ের সাথে তাদের আছে ২ ড্র। সবশেষ ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের সাথে আছে ২-০ গোলের জয়ের সুখস্মৃতি। তাই ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয় তুলে নিয়ে আর্সেনালের সাথে পয়েন্ট ব্যবধান কমানোর লক্ষ্য ম্যান সিটির।
ইউএইচ/