সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:
নাটোরের লালপুরে শ্যালো ইঞ্জিন চালিত ট্রলির ধাক্কায় শামীম হোসেন নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। শনিবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার ফুলবাড়ী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শামীম হোসেন সিংড়া উপজেলার কতুয়াবাড়ী গ্রামের নুর মোহম্মদের ছেলে।
এ নিয়ে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম জানান, বেলা ১১টার দিকে শামীম হোসেন তার মোটরসাইকেল নিয়ে ফুলবাড়ী বাজার থেকে ধুপইল বাজারে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা শ্যালো ইঞ্জিন চালিত ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ছিটকে পড়ে শামীমের মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। মোটরসাইকেল ও ঘাতক ট্রলিটি জব্দ করা হয়েছে। তবে ট্রলির চালককে আটক করা সম্ভব হয়নি।
এসজেড/