পবিত্র আশুরা উপলক্ষে শনিবার জম্মু-কাশ্মীরের রাজধানঈ শ্রীনগরে জড়ো হন কয়েকশো সাধারণ মানুষ। কিন্তু এতে বাধা দেয় ভারতের নিরাপত্তা বাহিনী। এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।
সরকার বিরোধী আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠার আশঙ্কায় সাধারণ মানুষের কণ্ঠরোধ করতে চাইছে নিরাপত্তা বাহিনী। এ সময় আকস্মিকভাবে প্রতিবাদকারীদের উপর চড়াও হয় নিরাপত্তা বাহিনী।
লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে আহত হন বহু মানুষ। পরে আটক করা হয় বেশ কয়েকজনকে। টেনে-হিঁচড়ে গাড়িতে তোলার সময়ও স্লোগান দিতে থাকেন তারা।
এদিকে পুলওয়ামা এবং সোফিয়া জেলায় বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে পৃথক অভিযান চালিয়েছে ভারতের নিরাপত্তা বাহিনী। এতে সাকুর আহ্মেদ নামে এক শীর্ষ বিচ্ছিন্নতাবাদী নেতা সহ নিহত হয়েছেন বেশ কয়েকজন। বিদ্রোহীদের পালটা হামলায় নিহত হয়েছেন এক সেনা সদস্যও।
বেশ কিছুদিন শান্ত থাকার পর সাম্প্রতিক সময়ে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিদ্রোহীদের সঙ্গে আবারো নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটছে।
আরো পড়ুনঃ করোনার কারণে রাজধানীতে নিষিদ্ধ ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল
Our Facebook Page : আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari