১৬২তম রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার পক্ষ থেকে ২ দিনব্যাপী রবীন্দ্রসংগীত উৎসবের আয়োজন করা হয়েছে। ১২ ও ১৩ মে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে এই উৎসব।
শুক্রবার (৫ মে) সকালে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।রবীন্দ্র জয়ন্তীর তথ্য জানানোর পাশাপাশি সংবাদ সম্মেলনে নিজেদের সাংগঠনিক পরিচয়ও তুল ধরা হয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার পক্ষ থেকে।
সম্মেলনে বলা হয়, সরকারি নিবন্ধন অনুযায়ী রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থা হিসেবে সভাপতি তপন মাহমুদ, নির্বাহী সভাপতি আমিনা আহমেদ এবং সাধারণ সম্পাদক পীযুষ বড়ুয়ার নেতৃত্বাধীন সংগঠনকেই বোঝাবে। একই সংস্থার নাম ব্যবহার করে অন্য কেউ কার্যক্রম পরিচালনা করলে আইনি জটিলতায় পড়তে হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।
ইউএইচ/