চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

0
1


চুয়াডাঙ্গা করেসপনডেন্ট:

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে একটি প্রতিষ্ঠানকে জরিমানা ও বিপুল পরিমাণ অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে। রোববার (১৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিংয়ের সময় জরিমানা ও অবৈধ পলিথিন জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আশিস মোমতাজ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিয়মিত বাজার মনিটরিংয়ের আওতায় উপজেলা প্রশাসন রোববার বড় বাজার ও কাঁচা বাজারে (নিচের বাজার) অভিযান চালায়। অভিযানে নিচের বাজারের বিপুল স্টোর নামে এক দোকানে মেয়াদোত্তীর্ণ বিপুল পরিমাণের পণ্য পাওয়া যায়। দোকানটির মালিক বিপুল জোয়ার্দ্দারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫১ ধারা অনুযায়ী দুই হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বিভিন্ন দোকানে সতর্ক করে ভ্রাম্যমাণ আদালত।

পরে একটি বন্ধ দোকানে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আশিস মোমতাজ দেখেন, ভেতরে বিপুল পরিমাণে অবৈধ পলিথিন মজুদ করে রাখা আছে। পলিথিনগুলো তাৎক্ষণিক উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত নিয়ে যায়।

চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আশিস মোমতাজ বলেন, একজন অবৈধভাবে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন বিক্রি করছিলেন। তাৎক্ষণিকভাবে পলিথিনগুলো জব্দ করা হয়েছে। উধ্বর্তন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

/এনকে