উখিয়া থেকে র‌্যাব পরিচয়ে অপহরণের মূলহোতা আটক

0
3


কক্সবাজারের উখিয়া থেকে র‌্যাব পরিচয়ে অপহরণ চক্রের মূলহোতা সিকদার প্রকাশ বলিকে (৪৫) আটক করা হয়েছে।

শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় র‌্যাব ১৫ সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি দল উখিয়ার পালংখালি মরাগাছতলা থেকে তাকে আটক করে

শনিবার (২৮ জুন) দুপুরে র‌্যাব-১৫ কক্সবাজারের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

আটক সিকদার উখিয়ার পালংখালি মরা আমগাছ তলার মোহাম্মদ আবুর ছেলে।

আ ম ফারুক জানান, গত ১১ জুন রাত আনুমানিক ১১টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-১৫ তে বসবাসরত মো. রহিমুল্লাহর ছেলে মো. হাফিজ উল্লাহকে র‌্যাব পরিচয়ে ৩ জন অস্ত্রধারী সন্ত্রাসী বরখাস্ত সৈনিক সুমন, সন্ত্রাসী রাকিব, সন্ত্রাসী শিকদার নিজ বসতঘর থেকে ডেকে টেকনাফের রঙ্গিখালী গহিন পাহাড়ে নিয়ে যায়।

পরবর্তীতে অজ্ঞাত স্থান থেকে সন্ত্রাসীরা ভিকটিমের পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ও ভিকটিমের পরিবার প্রশাসনের সহায়তা নিলে হাফিজ উল্লাহকে মেরে ফেলার হুমকি দেয়।

পরবর্তী অপহরণের সংবাদ পেয়ে র‌্যাব-১৫ ভিকটিমের পরিবারের সঙ্গে যোগাযোগের পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনার মাধ্যমে গত ১৪ জুন মূল অপহরণকারী বরখাস্ত সৈনিক মো. সুমন মুন্সিকে আটক করতে সক্ষম হয়। পরে তার দেওয়া তথ্য মতে গত ১৫ জুন সকাল ৭টার দিকে র‌্যাব, বিজিবি, পুলিশ, এপিবিএন এবং বনবিভাগের সমন্বয়ে টেকনাফ রঙ্গীখালির গহীন পাহাড়ে অপহরণকারীদের আস্তানায় অভিযান পরিচালনা করে অপহরণের শিকার মো. হাফিজুল্লাহকে উদ্ধার করা হয়। এসময় অপহরণের কাজে ব্যবহৃত অস্ত্র, গুলি অন্যান্য মালামালও উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় টেকনাফ মডেল থানায় র‌্যাব বাদী হয়ে মামলা করেছে। এ অপহরণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ও অপহরণ চক্রের অন্যতম মূলহোতা সিকদার প্রকাশ বলিকে শুক্রবার সন্ধ্যায় র‌্যাব ১৫ সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি অভিযানিক দল উখিয়ার পালংখালি মরাগাছতলা থেকে আটক করে। আটক সিকদারকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

জাহাঙ্গীর আলম/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।