চট্টগ্রামের মাদারবাড়িতে বিবস্ত্র হয়ে নারীকে হয়রানি করা যুবক বাবুলকে আটক করেছে পুলিশ।
বিকেলে বেপারিপাড়ার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে ধরা হয়। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, দলবল নিয়ে প্রায়ই মেয়েদের উত্যক্ত করতো বাবুল।
মঙ্গলবার বিবস্ত্র হয়ে প্রতিবেশি এক নারীকে হয়রানি করতে দেখা যায় তাকে। এই সময় তার পরিবারের লোকজনও সেখানে উপস্থিত ছিল।
এ ঘটনার সময় তুলা কিছু স্থিরদৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তা নিয়ে তৈরী হয় তীব্র সমালোচনা। এরপরই বাবুলকে ধরতে অভিযানে নামে পুলিশ।