কিম জং উনের বোন কিম ইয়ো জং এর নির্দেশে চলছে উত্তর কোরিয়া

0
4
Kim Iu Jong

চলতি বছরের এপ্রিলে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের অসুস্থতার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ ফলাও করে প্রচার করা হয়। কিম মারা গেছেন কি না এ নিয়ে সন্দেহ প্রকাশ করেন প্রতিবেশি দেশ দক্ষিণ কোরিয়ার অনেকে। তবে শেষ পর্যন্ত কিম সুস্থ হয়ে উঠেন। সেই থেকে আলোচনার শীর্ষে ৩৬ বছর বয়সী কিমের উত্তরসূরী কে হচ্ছেন।

এ প্রশ্নের সঙ্গে সঙ্গে উত্তরসূরি হিসেবে কিমের থেকে ৪ বছরের ছোট বোন কিম ইউ জং এর নাম বারেবারে ঘুরপাক খাচ্ছে। অবশেষে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা দেশটির আইন প্রণেতাদের জানান উত্তর কোরিয়া এখন অনেকখানি পরিচালিত হচ্ছে কিম জং উন এর বোন ইউ জং এর নির্দেশে।

তবে কিমের শরির এখন ভালো আছে। তার উপর থেকে চাপ কমাতেই ৩২ বছর বয়সী বোনের দায়ভার বাড়ানো হয়েছে।

কিমের বোনকে ২০১০ সাল পর্যন্ত প্রকাশ্যে তেমন একটা দেখা যায় নি। ২০১৭ সালের অক্টোবরে বোন ইউ জং কে ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির পলিট ব্যুরোর সদস্য করেন কিম।

কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির একজন সিনিয়র সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন ইউ জং। সেই সঙ্গে উত্তর কোরিয়ার সবচেয়ে ক্ষমতাসীন নারী হিসেবে পরিচিত তিনি। বহুদিন ধরেই ভাইয়ের সঙ্গে অনেক বড় বড় অনুষ্ঠানে দেখা গেছে তাকে। ট্রাম্প কিম বৈঠকেও উপস্থিত ছিলেন তিনি।

ছোট বেলা থেকেই কিম জং উন ও তার বোনের মধ্যে রয়েছে সুসম্পর্ক। কৈশোরে তারা পরিবার থেকে দূরে সুইজারল্যান্ডে পড়াশোনা করেন।


আরো পড়ুনঃ বিশ্বকে তাক লাগালো ইরানের নতুন ক্ষেপনাস্ত্র শক্তি!

Our Facebook Page : আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari