বিএনপি-জামায়াত সরকারের মদদেই ২১শে আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়েছিলো, এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৃশংস এই ঘটনায় তারেক রহমানের সৃম্পক্ততার কথা আটককৃতদের বক্তব্যের মাধ্যমেই প্রমাণিত। হামলায় আহতরা চিকিৎসা পাওয়ার পরিবর্তে পুলিশী নির্যাতনের শিকার হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২১ আগস্টের ভয়াল গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে বৃষ্টির মাঝেই আজ সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউ এ জমা হয় আওয়ামীলীগের হাজারো নেতাকর্মী। প্রথমেই শ্রদ্ধা নিবেদন করা হয় আওয়ামীলীগের পক্ষ থেকে। পরে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সহযোগী সংগঠন।
দিনটির স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয় আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে। এই সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, এমন নৃশংস ঘটনায় আহতরা গ্রেনেডের স্প্লিন্টার বয়ে নিয়ে বেড়ালেও পরিকল্পনাকারীরা এখনো ভোগ বিলাসে জীবন কাটাচ্ছে।
ভয়াল সেই দিনের কথা স্মরন করতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন ক্ষ্মতায় এসেই বিএনপি জামাআত সন্ত্রাসের রাজত্ব শুরু করে। যার ফল হিসেবেই দেশের ইতিহাসে এমন নৃশংস ঘটনা।
ক্ষ্মতায় থেকে বিএনপির নেতারা দূর্নীতির যে বিষ বৃক্ষ তৈরী করেছে তার ফল দেশবাসী এখনো পাচ্ছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
আরো পড়ুনঃ বাংলাদেশের সাথে ভারতের কি আলোচনা হয়েছে তা জানতে চায় বিএনপি
Our Facebook Page : আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari