‘বিএনপির সাথে মাটি ও মানুষের কোনো সম্পর্ক নেই’

0
3


আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

বিএনপির সাথে এদেশের মাটি ও মানুষের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

শুক্রবার (১০ মার্চ) বিকেলে প্রেসক্লাবে ইসলামী ঐক্যজোটের সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। মাহবুবউল আলম হানিফ বলেন, সরকারকে ক্ষমতা থেকে সরাতে গভীর ষড়যন্ত্র চলছে। কিন্তু সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিএনপির কোনো লাভ হবে না। দেশের মানুষ আওয়ামী লীগ সরকারের সাথে আছেন বলে মন্তব্য করেন তিনি।

মাহবুবউল আলম হানিফ আরও বলেন, অন্ধকারে ডুবে যাওয়া দেশকে উদ্ধার করেছে শেখ হাসিনা। এ সময় হানিফ বিএনপির উদ্দেশে বলেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে তারা কী করবেন তা জনগণ জানতে চায় না। বরং ক্ষমতায় থাকাকালীর তারা কী কী করেছে তা জানতে চায় দেশের মানুষ।

আরও পড়ুন: খালেদা জিয়ার রাজনীতি ও নির্বাচন করার সিদ্ধান্ত আদালতের ওপর নির্ভর করছে: কাদের

/এম ই