দেশে-বিদেশে মেডিকেল কলেজে ভর্তিসহ বিভিন্ন ব্যাংক ও সরকারি চাকরিতে নিয়োগের কোটা রয়েছে । এমন প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া আনিস নামে এক প্রতারককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (১০ মার্চ) বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ। আনিসের সাথে এই প্রতারণা কার্যক্রমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তাদের যোগসাজশও পেয়েছে গোয়েন্দারা। পুলিশ জানায়, আনিস স্বীকার করেছে যে, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ছাড়াও পুলিশ কনস্টেবলে চাকরির নামে টাকা হাতিয়ে নেয় তারা।
তবে প্রশ্নপত্র ফাঁসের সাথে আনিস জড়িত নয় বলে জানিয়েছে পুলিশ। বলা হয়, সিটি করপোরেশন থেকে লাইসেন্স নিয়ে কনসালটেন্সির আড়ালে প্রতারণা করাই তার কাজ। ডিবি জানায়, চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: সীমান্তে বাড়ছে চোরাচালান; প্রতিনিয়তই কৌশল পাল্টাচ্ছে চোরাকারবারিরা
/এম ই