‘এমন দারুণ সৌন্দর্য দেখে চোখ ফেরানো অসম্ভব। সে নিশ্চয়ই অনেকের মন কেড়েছে।’- পাকিস্তানের ক্রিকেটার হাসান আলীর স্ত্রী সামাইয়া আরযুকে জায়ান্ট স্ক্রিনে দেখে ধারাভাষ্যে এভাবেই বলেছেন নিউজিল্যান্ডের সাবেক পেসার সাইমন ডৌল। তার এই মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয় নেট দুনিয়ায়। নেটিজেনরা বলছেন, একজন সাবেক ক্রিকেটার হয়ে আরেক ক্রিকেটারের স্ত্রীকে নিয়ে এমন মন্তব্য করা ঠিক হয়নি তার। জিও টিভির খবর।
ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্য করে এখনও ক্রিকেট দুনিয়ায় যুক্ত আছেন সাইমন ডৌল। আন্তর্জাতিক ইভেন্ট আর বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগে ধারাভাষ্য করে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন নিউজিল্যান্ডের সাবেক এই পেসার। আবার বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্যে সমালোচিতও হয়েছেন বহুবার। চলমান পিএসএলে সেই রকম একটি মন্তব্য করে আবারও খবরের শিরোনামে এসেছেন সাইমন ডৌল।
পিএসএলে ৭ মার্চ অনুষ্ঠিত হওয়া ইসলামাবাদ বনাম মুলতান সুলতানসের ম্যাচে ধারাভাষ্য করছিলেন সাবেক এই কিউই। ম্যাচ জয়ের পর তখন উদযাপন করতে থাকেন ইসলামাবাদের খেলোয়াড়রা। সে সময় জায়ান্ট স্ক্রিনে দেখানো হয় হাসান আলীর স্ত্রী সামাইয়া আরযুকে। উদযাপন করতে দেখা যায় তাকেও। আর তা দেখেই নিজেকে সামলাতে না পেরে সামাইয়ার সৌন্দর্য নিয়ে সাইমন ডৌল বলেন, সে জিতে নিয়েছে। আমি নিশ্চিত এই নারী অনেকের মন জয় করে নিয়েছে। দুর্দান্ত সুন্দর! এমন সৌন্দর্য থেকে চোখ ফেরানো অসম্ভব। সেই সঙ্গে জয়টাও দারুণ হয়েছে।
সাইমন ডৌলের সাথে থাকা ধারাভাষ্যকাররা তার এমন মন্তব্য শুনে হাসতে শুরু করেন। আর মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয় নেট দুনিয়ায়। এই পুরো বিষয়টি মজার ছলে করা হলেও সাইমনের এমন কাণ্ড মেনে নিতে পারেননি বেশ কিছু ক্রিকেটপ্রেমী।
এর আগে, বাবর আজমকে নিয়ে কড়া সমালোচনা করেছিলেন সাইমন ডৌল। বলেছিলেন, ব্যক্তিগত মাইলস্টোনের জন্যই নাকি খেলেন বাবর। এ নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছিল পাকিস্তান ক্রিকেটে।
আরও পড়ুন: পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হলেন ইউসুফ
/এম ই