বাংলাদেশি অভিনেত্রী হলেও টলিউডে কাজ করার সুবাদে বাংলাদেশের পাশাপাশি ওপার বাংলায়ও দারুণ জনপ্রিয় রাফিয়াত রশিদ মিথিলা। পাল্লা দিয়ে দুই দেশেই কাজ করছেন এ অভিনেত্রী। সে ধারাবাহিকতায় এবার কলকাতার আরেকটি সিনেমায় দেখা যাবে তাকে।
জানা গেছে, ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত ‘মেঘলা’ সিনেমার নাম ভূমিকায় দেখা যাবে মিথিলাকে। অনাথ আশ্রমে বড় হওয়া এক মেয়ের জীবনের গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে এ সিনেমা। সামাজিক যোগাযোগমাধ্যমে মিথিলা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, পাহাড়ি এলাকার বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ করা হয়েছে এ সিনেমার। এরইমধ্যে শেষ হয়েছে সিনেমাটির শুটিং। পরিচালনার পাশাপাশি সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন অর্ণব মিদ্যা। মিথিলা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন গৌরব চট্টোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায়, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, সায়ন ঘোষ, অমিত সাহা ও দীপক হালদার। সিনেমা মুক্তির দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।
/এসএইচ