ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা

0
1


ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের মৃত্যুকে কেন্দ্র করে ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দফতরের দায়িত্বে থাকা আজিজুল হক সোহেল প্রেরিত এক বার্তার মাধ্যমে এ কর্মসূচী জানানো হয়।

কর্মসূচির প্রথম দিন বৃহস্পতিবার (৪ আগস্ট) দেশের সকল বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। তবে বৃহস্পতিবার সকাল ১১টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নুরে আলমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এ কারণে ঢাকা মহানগরীর ইউনিটসমূহকে এই দিনের কর্মসূচীর আওতামুক্ত রাখা হয়েছে। এদিন ঢাকা মহানগরীর অন্তর্ভুক্ত সকল স্তরের নেতাকর্মীদের নুরে আলমের নামাজে জানাজায় উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন: ভোলার নিহত ছাত্রদল নেতার জানাজা বৃহস্পতিবার

৬ আগস্ট কর্মসূচীর দ্বিতীয় দিন কেন্দ্রীয় ছাত্রদলের উদ্যোগে পল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদী ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। কর্মসূচী সফল করতে নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

জেডআই/