শরীফুল রাজ ও বিদ্যা সিনহা মিম অভিনীত ‘পরাণ’ দেখবেন বলে সিনেমা হলে এসেছিলেন এক বৃদ্ধ। তবে ‘লুঙ্গি পরা’র কারণে নাকি তাকে টিকিট দেয়া হয়নি। এবার সেই বৃদ্ধের খোঁজ চাইলেন স্বয়ং রাজ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, সিনেমা হলের সামনে দাঁড়িয়ে আছেন ঐ বৃদ্ধ। সে সময় ভিডিও করা ব্যক্তি তাকে জিজ্ঞেস করেছেন, আপনার কাছে টিকিট বিক্রি করা হয়নি কেন? তখন বৃদ্ধ উত্তর দিয়েছেন, লুঙ্গি পরেছি, সেজন্য আমার কাছে টিকিট বিক্রি করা হয়নি।
সেই ভিডিওটি শেয়ার দিয়ে রাজ লিখেছেন, এই বৃদ্ধ বাবার সন্ধান দিতে পারবেন কেউ? আমাকে শুধু ইনবক্সে তার নাম্বার বা ঠিকানা ম্যানেজ করে দিন প্লিজ। আমি নিজে তার সাথে আমার টিম নিয়ে বসে পরাণ দেখব। আমরা ছবিটা দেখব, বাবা-ছেলে গল্প করব। আমাকে কেউ একটু যোগাড় করে দেন প্লিজ। উনি লুঙ্গি পড়েই পরাণ দেখবে।
আরও পড়ুন: বিচ্ছেদ হয়েছে বিজয়-রাশমিকা’র!
জেডআই/