সড়ক, নৌ ও সমুদ্রপথে সহজলভ্য যোগাযোগে ভরপুরে বাদলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বাড়ছে। পিঁয়াজ থেকে শুরু করে মোটরযান, শিল্প কাচা মাল, যন্ত্রপাতি সহ বিভিন্ন পণ্য আমদানি হয় ভারত থেকে।
বিপরীতে প্রক্রিয়াজাত খাদ্য, পাঠ, পোশাক, আসবাবপত্র, হিমায়িত মাছ সহ বেশ কিছু পণ্য রপ্তানি করে বাংলাদেশ।
আমদানিতে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও রপ্তানিতে বরাবরই ভারতের থেকে অনেক পিছিয়ে। গেল অর্থ বছরে ৯৭৫ কোটি ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্যের মধ্যে বাংলাদেশের রপ্তানি ১১০ কোটির মতো। হাতে গোণা কয়েকটি ছাড়া ভারতের বাজারে প্রায় ১০ বছর ধরে সব পণ্যের শুল্কমুক্ত বাজার সুবিধা পেলেও রপ্তানি প্রত্যাশিত ভাবে বাড়ে নি।
এমতাবস্থায় বাণিজ্য ঘাটতি কমাতে ভারতীয় পণ্যের আমদানি বিকল্প স্থানীয় খাতগুলোকেও শক্তিশালী করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।