উন্নত জীবণ আর দেশে নিজের পরিবারকে ভালো রাখা আশায় বিদেশে পাড়ি দেয়া মানুষগুলোর অনেকেই দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন।কিন্তু দেশে ফেরার পর তাদের প্রায় ৭০ শতাংশই রয়েছেন জীবিকাহীন।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা পরিচালিত ‘ র্যাপিড অ্যাসেসমেন্ট অব নিডস অ্যান্ড ভালনারেবিলিটিস অব ইন্টার্নাল অ্যান্ড ইন্টারন্যাশনাল রিটার্ন মাইগ্র্যান্টস ইন বাংলাদেশ ‘ শীর্ষক প্রতিবেদনে এমনে তথ্য উঠে এসেছে।
বাংলাদেশের ১২ জেলায় বিদেশফেরত ব্যক্তিদের ওপর পরিচালিত এক গবেষনায় দেখা গেছে,২০২০-এর ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে বিদেশফেরতদের প্রায় ৭০ শতাংশ জীবিকাহীন। তারা আর্থিক ও স্বাস্হ্য সংকটসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন ।এর ওপর রয়েছে তাদের ওপর বিশাল ঋণের বোঝা।
সাক্ষাতকার দেওয়া ৫৫ শতাংশ জানান, পরিবার ও বন্ধুর কাছে ঋণগ্রস্থ ৪৪ শতাংশ ক্ষুদ্র ঋণপ্রদানকারী প্রতিষ্ঠান কাছে আর ১৫ শতাংশ ঋণগ্রস্থ পাওনাদারদের কাছে। আর এসব বিভিন্ন পাওনাদারদের দিতে হচ্ছে মোটা অঙ্কের সুদ। বিদেশফেরতদের মধ্যে ৯৭ শতাংশই কোভিড-১৯ প্রাদুর্ভাবের আগে যে দেশে কাজ করতেন সেই দেশেই আবার যেতে চান।