ভারতের সাবেক রাষ্ট্রপ্রতি প্রণব মুখোপাধ্যায়ের অবস্থার অবনতি

0
6

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অবস্থার অবনতি হওয়ায়,তাকেঁ ভেন্টিলেশন সাপোর্টেই রাখা হয়েছে । মঙ্গলবার রাতে এমন তথ্যই জানিয়েছে দিল্লির আর্মিদের হসপিটাল কর্তৃপক্ষ ।

রোববার রাতে বাড়িতে পড়ে দিয়ে মাথায় আঘাত পান প্রণব মুখোপাধ্যায়ের।এতে রক্তপাত না হলেও , স্নায়ুঘটিত সমস্যা দেখা দেয় তাঁর। এ ঘটনায় তার মস্তিস্কে রক্ত জমাট বেঁধে যাওয়ায়, সোমবার রাতেই অস্ত্রোপচার করা হয় প্রণবের ।

মুখোপাধ্যায়ের ডায়বেটিসের রোগী এবং করোনা পজেটিভ ।তাই তাঁর উপর নজর রাখতে , বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।এরমধ্যে তাঁর দ্রুত সুস্থতা কামনা করে টুইট করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ অন্যান্যরা।