পাকিস্তানে গুলিবিদ্ধ হয়ে ৭ শিক্ষক নিহত

0
3


ছবি: সংগৃহীত

পাকিস্তানে গুলিবিদ্ধ হয়ে ৭ শিক্ষকসহ মোট ৮ জন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কুররাম জেলায়। খবর জিও টিভি’র।

প্রতিবেদনে বলা হয়, কুররাম জেলা সদরের সালোজান রোডে গুলিতে একজন মারা যান। পরে প্রায় ছয় কিলোমিটার দূরের আরেকটি স্থানে গুলিবর্ষণের ঘটনায় সাত শিক্ষক মারা যান।

স্থানীয় পুলিশ জানায়, তেহসিল হাইস্কুলে একজন বন্দুকধারী শিক্ষকদেরকে গুলি করে হত্যা করে। শিক্ষকরা তখন পরীক্ষার ডিউটিতে ছিলেন। পুলিশ এখনো আততায়ীর কোনো সন্ধান পায়নি। তবে তার সন্ধানে পুলিশ কাজ করছে।

প্রেসিডেন্ট ডক্টর আরিফ আলভী বলেন, এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। যে শিক্ষকদেরকে খুন করেছে সে শিক্ষার শত্রু।

/এনএএস