ভোলায় মোটরে সং‌যোগ দি‌তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

0
3


ভোলা প্রতি‌নি‌ধি:

ভোলায় নি‌জের মুরগির খামা‌রের মোটরে সংযোগ দি‌তে গি‌য়ে বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে মো. মহ‌সিন (৩৮) না‌মে এক ব্যবসায়ীর মৃত্যু হ‌য়ে‌ছে।

নিহত মহ‌সিন ভোলা সদর উপ‌জেলার শিবপুর ইউ‌নিয়‌নের রতনপুর গ্রা‌মের মো: কা‌বিল মিয়ার ছে‌লে ও ওই এলাকার কৃষাণ আটা-ময়দা ফ্লাওয়ার মি‌লের মা‌লিক।

পু‌লিশ ও স্থানীয়রা জানান, মহ‌সিনসহ ক‌য়েকজন যুবক প্রায় ৩ বছর আ‌গে কৃষাণ আটা-ময়দা ফ্লাওয়ার মিল না‌মে প্রতিষ্ঠান স্থাপন ক‌রেন। মি‌লের পাশাপা‌শি সাম্প্রতিককা‌লে মহ‌সিন এক‌টি মুর‌গীর খামার ক‌রেন। বৃহস্পতিবার (৪ মে) সকা‌লের দি‌কে তার খামা‌রে পা‌নি দি‌তে মোটরে বিদ্যুৎ সং‌যোগ দেয়ার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে আহত হন। পরে স্থানীয়রা ও তার প‌রিবা‌রের সদস্যরা তাকে উদ্ধার ক‌রে ভোলা সদর হাসপাতা‌লে নি‌য়ে গেলে সেখানকার চি‌কিৎসকরা তা‌কে মৃত‌ ঘোষণা ক‌রেন।

ভোলা ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. শা‌হিন ফ‌কির ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রেন।

এটিএম/