গুরুত্বপূর্ণ ম্যাচে মেসি ‘উধাও’ হয়ে যায়!

0
1


ছবি: সংগৃহীত

এক সময় জাতীয় দল নিয়ে যে অপবাদ শুনতে হয়েছিল লিওনেল মেসিকে, সেটি এখন শুনতে হচ্ছে ক্লাব ক্যারিয়ার নিয়ে। চ্যাম্পিয়নস লিগ থেকে পিএসজির বিদায়ে রীতিমতো সমালোচনায় বিদ্ধ হচ্ছেন এই আর্জেন্টাইন তারকা। প্রশ্ন তোলা হচ্ছে ক্লাবের প্রতি তার নিবেদন নিয়ে। সাবেক ফরাসি ফুটবলার জেরোম রোথেন জানান, মেসি আমাদের কিছুই জেতাতে পারেনি। যখন তাকে দরকার, বিশেষ করে গুরুত্বপূর্ণ ম্যাচে সে উধাও হয়ে যায়। খবর ডেইলি মেইলের

বার্সেলোনার হয়ে কাটিয়েছেন ক্যারিয়ারের স্বর্ণালী সময়। ক্লাব পর্যায়ের এমন কোনো শিরোপা নেই যা লিওনেল মেসির হাতে ওঠেনি। তারপরও ছিল অপবাদ- মেসি শুধুই ক্লাবের ফুটবলার, জাতীয় দলে তার কোনো অবদান নেই! কারণ ততদিন পর্যন্ত আকাশি-নীল জার্সিতে কোনো ট্রফি জেতা হয়নি এলএমটেনের।

প্রায় দু’দশকের সম্পর্ক ছিন্ন করে বার্সেলোনা ছেড়ে মেসির ঠিকানা এখন পিএসজি। ফরাসি ক্লাবটিতে যোগ দিয়েই মিলেছে অধরা শিরোপা। তবে সেটি ক্লাব নয়, জাতীয় দলের হয়ে। জিতেছেন বিশ্বকাপ ও কোপা আমেরিকা। কিন্তু তাতেও স্বস্তি নেই আর্জেন্টাইন জাদুকরের।

জাতীয় দলের মতো পিএসজির হয়ে ততটা সফল নন মেসি। আকাশি-নীল জার্সির প্রতি যে নিবেদন সেটি নাকি নেই পিএসজির হয়ে। বায়ার্নের কাছে দুই লেগেই হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে ফরাসি জায়ান্টদের বিদায়ে এই অভিযোগ আরও জোরালো হয়ে উঠছে।

ফ্রান্সের সাবেক ফুটবলার জেরোম রোথেন বলেন, ক্লাবকে একটু হলেও সম্মান করো, যে কিনা তোমাকে সম্মান এবং বেতন দিচ্ছে। একমাত্র পিএসজি তাকে সেটা দিতে পারে। ক্লাব কর্তারা ভেবেছিলেন, মেসি আমাদের চ্যাম্পিয়নস লিগ জেতাবে। কিন্তু সে আমাদের কিছুই জেতাতে পারেনি। যখন তাকে দরকার, বিশেষ করে গুরুত্বপূর্ণ ম্যাচে সে উধাও হয়ে যায়।

সবমিলিয়ে চ্যাম্পিয়নস লিগের টানা ১১ আসরে ব্যর্থ পিএসজি। যার সবশেষ দুই মৌসুমে খেলেছেন মেসি। আর বার্সেলোনা ও পিএসজি মিলিয়ে চ্যাম্পিয়নস লিগের সবশেষ ৮ আসরে শিরোপা জেতা হয়নি এলএমটেনের। তাই প্রশ্ন উঠেছে, ক্লাব ক্যারিয়ারে নিজের সোনালি সময়ের শেষটা কি দেখে ফেলেছেন লিওনেল মেসি?

/আরআইএম