ব্যালটে ভোট মানেই সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা নয়: জি এম কাদের

0
3


ব্যালটে ভোট মানেই সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা নয়। এটা সুষ্ঠু নির্বাচনের জন্য একটি পদক্ষেপ বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে জাতীয় পার্টির ইফতার অনুষ্ঠানে এ কথা জানান তিনি। বলেন, নির্বাচন সুষ্ঠু হবে হবে কি না, তা নির্ভর করে সরকারের ওপর। সরকার যদি নির্বাচন করে, তাহলে তাকে কখনোই পরাজিত করা সম্ভব নয়।

জি এম কাদের আরও বলেন, জনগণের প্রত্যাশা ও দলীয় নেতাকর্মীদের মূল্যায়ন দেখে পার্টির শীর্ষ পর্যায়ের নেতারা জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। এ সময় ঢাকা-১৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে শফিকুল ইসলাম সেন্টুর নাম ঘোষণা করেন তিনি।
অনুষ্ঠানে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের আহ্বান জানান জি এম কাদের।

/এমএন