আইপিএলের মাঝপথে পারিবারিক কারণে দেশে ফিরে আসা ওপেনার লিটন দাসের পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটার জনসন চার্লসকে দলে অর্ন্তভুক্ত করেছে কলকাতা নাইট রাইডার্স। ওয়েস্ট ইন্ডিজের ওপেনারকে অন্তর্ভুক্তির বিষয়টি এক বিবৃতিতে জানিয়েছে কলকাতা। লিটনের মতো ৫০ লাখ ভারতীয় রুপিতেই চার্লসকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। খবর হিন্দুস্তান টাইমসের।
ভারতের সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’ জানিয়েছে, আইপিএল শুরুর দ্বিতীয় সপ্তাহে নাইট শিবিরে যোগ দেয়া লিটন দাশ মাত্র একটি ম্যাচ খেলে দেশে ফিরে যাওয়ায় তার পরিবর্তে চালর্সকে দলে অর্ন্তভুক্ত করেছে কলকাতা টিম ম্যানেজমেন্ট।
অক্টোবরে ছয় বছর পর দলে ফিরে গত মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৯ বলে সেঞ্চুরি করেন চার্লস। এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়েও বিপিএলে সেঞ্চুরি করেছেন তিনি। কুমিল্লাকে চ্যাম্পিয়ন করতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন এই মারকুটে ব্যাটার। সারা বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় দাপিয়ে বেড়ালেও প্রথমবারের মতো আইপিএলে খেলবেন এই ক্যারিবিয়ান তারকা।
/আরআইএম