নিজের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইনিংসকে রাঙাতে পারলেন না সাইলেন্ট কিলারখ্যাত মাহমুদউল্লাহ রিয়াদ। শনিবার (১২ অক্টোবর) হায়দরাবাদের রাজিব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামে নিজের ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামেন তিনি। তবে ব্যাট হাতে দুই অঙ্কে পৌঁছাতে ব্যর্থ হন রিয়াদ। ব্যক্তিগত ৮ রানে মায়াঙ্ক ইয়াদভের বলে রিয়ান পরাগের তালুবন্দি হয়ে মাঠ ছাড়েন তিনি।
এর আগে, বল হাতে ২ ওভারে ২৬ রানের খরচায় ১টি উইকেট তুলে নেন মাহমুদউল্লাহ। শেষ উইকেট হিসেবে তিনি প্যাভিলিয়নে পাঠান ভারতীয় অধিনায়ক সুরিয়ায়কুমারকে।
উল্লেখ্য, দেশের জার্সিতে মাহমুদউল্লাহ খেলেছেন ১৪০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। সংক্ষিপ্ততম সংস্করণের ফরম্যাটে আন্তর্জাতিক ক্যারিয়ারে ২ হাজার ৪ শ’র বেশি রানের পাশাপাশি ৪০টি উইকেটও রয়েছে তার।
/এমএইচআর