ছুটিতে বাংলাদেশে এসে করোনা ভাইরাসের কারণে আটকে পড়া প্রবাসীদের জন্য সুখবর দিলো মধ্যপ্রাচ্যের দেশ কাতার। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, পয়লা আগস্ট থেকে কাতারে ফিরতে পারবেন করোনায় স্বল্প ঝুঁকিপূর্ণ ৪০টি দেশের অভিবাসীরা। এই তাল্কায় বাংলাদেশের নাম না থাকলেও শর্ত সাপেক্ষে কাতারে কাজে যোগ দিতে পারবেন দেশে ছুটিতে থাকা ১৪ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি।
কাতারে ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে সামগ্রিক করোনা পরিস্থিতি। এ অবস্থায় ছুটিতে থাকা অভিবাসী শ্রমিকদের ফেরাতে উদ্যোগ নিয়েছে কাতার সরকার। বুধবার করোনায় আক্রান্ত স্বল্প ঝুঁকিপূর্ণ ৪০ টি দেশের তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় বাংলাদেশের নাম না থাকলেও কিছু শর্ত সাপেক্ষে কাতার পোর্টাল ( Qatar Portal ) ওয়েবসাইটের মাধ্যমে দেশটিতে প্রবেশের আবেদন করতে পারবেন ছুটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা।
কাতার সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কাতারের কমিউনিটি নেতারা। দেশটিতে ফিরতে যথাযথ নিয়ম মেনে কাতার পোর্টালের ( Qatar Portal ) মাধ্যমে আবেদন করার আহ্বান জানিয়েছে কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
দেশে ৬ মাসের বেশি ছুটিতে থাকা প্রবাসীদের কাতারের নিয়োগকৃত কোম্পানি থেকে রিটার্ন পারমিট অনুমতি লাগবে। একই সঙ্গে বাংলাদেশ ত্যাগ করার ৪৮ ঘন্টা আগে নির্ধারিত মেডিকেল কলেজ থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট সংগ্রহ করতে হবে।
আরো খবরঃ গাজীপুর এ খেলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোন সহ ৪ শিশুর মৃত্যু!