সতেরো বছর বয়সী আলোর জীবনের প্রদীপ নিভিয়ে দিয়েছে তার প্রেমিক। মঙ্গলবার রাত নয়টায় কাজ থেকে ফেরার পর অপেক্ষায় থাকা প্রেমিক তাকে এলোপাতাড়ি ছুড়িকাঘাত করে।
মেয়ের এই হত্যাকান্ডে শোকে বিহব্বল নিহত মেয়ের বাবা অটোরিক্সা চালক রবিউল ইসলাম। চাইলেন মেয়ের খুনীদের সর্বোচ্চ সাজা ও ফাঁসি।
একসাথে কাজ করার সুবাদে প্রেমের সম্পর্ক গড়ে উঠে আলো আক্তার ও কাওসার ওরফে শান্ত’র মধ্যে। কারখানা মালিক জানান কাল থেকেই কোনো খুঁজ নেই অভিযুক্ত কাওসারের।
নিহতের পরিবারের পক্ষ থেকে দক্ষিণখান থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।