পহেলা মে পর্যন্ত খোলা থাকবে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার

0
1


আগামী ৩০ এপ্রিল বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত পাসপোর্ট বিতরণের জন্য খোলা থাকবে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। ঈদের আগে ভারতীয় ভিসা পেতে আবেদনকারীদের সুবিধার্থে ভিসাপ্রার্থীদের জন্য এ সিদ্ধান্ত বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার।

এছাড়া, পহেলা মে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। এরমধ্যে এদিন পাসপোর্ট জমা দেয়া যাবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। আর পার্সপোর্ট বিতরণ করা হবে বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত।

উল্লেখ্য, ঈদ উপলক্ষ্যে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ২ মে ও ৩ মে বন্ধ থাকবে।

/এমএন