কর্নেল (অব.) শহীদ উদ্দীন খান ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুদকের মামলা

0
1


অবসরপ্রাপ্ত কর্নেল শহীদ উদ্দিন খান এবং তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় ৪০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির উপ-পরিচালক জালাল উদ্দিন আহম্মদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

শহীদ উদ্দীন ও তার পরিবারের সদস্যরা দেশের বাইরে বসবাস করছেন। অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা আয়কর ফাঁকির মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি। তাকে বিদেশ থেকে ফেরত আনার বিষয়ে তদন্ত কর্মকর্তার মাধ্যমে আইনি প্রক্রিয়া চালাবে বলে জানিয়েছে দুদক।

/এমএন