ঝড়ের গতিতে সেঞ্চুরি তুলে নিলেন সঞ্জু স্যামসন

0
1


সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করতে নেম ৪০ বলে ঝড়ো সেঞ্চুরি তুলে নিয়েছেন ভারতীয় ওপেনার সঞ্জু স্যামসন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই তার প্রথম শতক।

শতরানে পৌঁছাতে তার ব্যাট থেকে আসে ৯টি চার ও ৮টি ছক্কার একেকটি দৃষ্টিনন্দন শট। রিশাদ হোসেনের এক ওভারে টানা ৫টি ছক্কা হাঁকান এ ব্যাটার। তবে ব্যক্তিগত ১১১ রানে পারভেজ হোসেন ইমনের বলে মোস্তাফিজের তালুবন্দি হয়ে মাঠ ছাড়েন তিনি।

এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে রীতিমতো রান উৎসবে মাতে ভারতীয় দুই ব্যাটার সঞ্জু স্যামসন ও সুরিয়াকুমার ইয়াদভ। দুজনের ১৭৩ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পেয়েছে স্বাগতিকরা। ১৪ ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ২০১ রান।

/এমএইচআর