২০০৬ সালের বিএনপি-জামাত জোট সরকারের শাটডাউনের পর এক প্রকার মুখ থুবড়ে পড়েছিল বাংলাদেশের পাট শিল্প। এরপর খুলনা-রাজশাহী ঢাকার পাট পল্লীগুলো নিরবে বহু দিন পার করেছে। কিন্তু অর্থনৈতিক হিসাব নিকাশে বারবারই লোকসানের পাল্লাই ভারি হয়েছে পাটের।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় এসেই বন্ধ দরজা খুলে দেয় উনিশটি পাটকলের। কিন্তু বদলায়নি চিত্র। রাষ্ট্রায়ত্ত পাটকল গুলো শেষ দশ বছরে মাত্র একবারই দেখেছে লাভের মুখ। আর এই সময়ে লোকসানের পরিমাণ প্রায় ৫ হাজার কোটি টাকা।
দেশে-বিদেশে বিজিএমসি’র পাট পণ্য বিক্রির আয়ও নেমেছে প্রায় অর্ধেকে। অব্যাহত লোকসানের ভার বইতে সরকারকে মাঝেমধ্যেই পড়তে হয়েছে বিপাকে।
লাভের মুখ না দেখলেও পাটখাতে দিতে হয়েছে বাজেট থেকে বরাদ্দ। এবার সেই ভারমুক্ত হওয়ার ঘোষণা দিল বস্ত্র ও পাট মন্ত্রণালয়। অনলাইনে এক সভায় রাষ্ট্রায়ত্ত সব পাটকলের মালিকদের একথা জানায় সরকার।
গত ২৫ শে মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকের পর শুরু হয়েছে স্থায়ী শ্রমিকদের এই বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রক্রিয়া।