২৫ হাজার পাটকল শ্রমিককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে

0
8
পাটকল

২০০৬ সালের বিএনপি-জামাত জোট সরকারের শাটডাউনের পর এক প্রকার মুখ থুবড়ে পড়েছিল বাংলাদেশের পাট শিল্প। এরপর খুলনা-রাজশাহী ঢাকার পাট পল্লীগুলো নিরবে বহু দিন পার করেছে। কিন্তু অর্থনৈতিক হিসাব নিকাশে বারবারই লোকসানের পাল্লাই ভারি হয়েছে পাটের।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় এসেই বন্ধ দরজা খুলে দেয় উনিশটি পাটকলের। কিন্তু বদলায়নি চিত্র।  রাষ্ট্রায়ত্ত পাটকল গুলো শেষ দশ বছরে মাত্র একবারই দেখেছে লাভের মুখ। আর এই সময়ে লোকসানের পরিমাণ প্রায় ৫ হাজার কোটি টাকা।

দেশে-বিদেশে বিজিএমসি’র পাট পণ্য বিক্রির আয়ও নেমেছে প্রায় অর্ধেকে। অব্যাহত লোকসানের ভার বইতে সরকারকে মাঝেমধ্যেই পড়তে হয়েছে বিপাকে।

লাভের মুখ না দেখলেও পাটখাতে দিতে হয়েছে বাজেট থেকে বরাদ্দ। এবার সেই ভারমুক্ত হওয়ার ঘোষণা দিল বস্ত্র ও পাট মন্ত্রণালয়। অনলাইনে এক সভায় রাষ্ট্রায়ত্ত সব পাটকলের মালিকদের একথা জানায় সরকার।

গত ২৫ শে মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকের পর শুরু হয়েছে স্থায়ী শ্রমিকদের এই বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রক্রিয়া।

এবার মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আমরণ অনশনের হুমকি দিয়েছে খুলনাঞ্চলের স্থায়ী পাটকল শ্রমিকরা।
সব মিলিয়ে রাষ্ট্রায়ত্ত ২৬ টি পাটকলের স্থায়ী শ্রমিকের সংখ্যা প্রায় ২৫ হাজার। স্বল্প মেয়াদি চুক্তির ভিত্তিতে যেখানে কাজ করছেন আরো প্রায় ২৬ হাজার শ্রমিক। ২০১৩ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৯ হাজার শ্রমিক অবসরে গেছেন। তবে অর্থসংকটে তাদের অবসর ভাতাও এখন পর্যন্ত দিতে পারেনি সরকার। এই প্রেক্ষাপটে সরকার বলছে নতুন করে এই ২৫ হাজার শ্রমিকের গোল্ডেন হ্যান্ডশেকের টাকা জোগাড় করতে বাজেট থেকে দেয়া হবে ৫ হাজার কোটি টাকা।

Please like our Facebook page for more news : আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari