গাজীপুরে স্বামীর হাতে গৃহবধূ খুন

0
1


গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কোনাবাড়িতে স্বামীর হাতে আছমা আক্তার (৩৯) নামের এক গৃহবধূ খুন হয়েছে। এ ঘটনায় ঘাতক স্বামী নুরু মিয়া পলাতক রয়েছেন। নিহত আছমা স্বামী সন্তান নিয়ে নগরীর কুদ্দুসনগর এলাকায় লাভলী কামালের বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত আছমা আক্তার চট্টগ্রামের হালিশহরের হাজার দিঘীর পাড় গ্রামের মোস্তফার মেয়ে। তার তার একটি পাঁচ বছরের ছেলে সন্তান রয়েছে।

এ ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিআইডি ও পিবিআই পরিদর্শন করেছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আবু তোরাব মো. শামসুর রহমান জানান, পারিবারিক কলহলের কারণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা। পলাতক স্বামীকে গ্রেফতারের চেষ্টা রয়েছে।

এটিএম/